পূর্ব মেদিনীপুর: শনিবারের পর মঙ্গলবার। চারদিনের মাথায় ফের দুর্ঘটনা দিঘায়। স্নান করতে নেমে ডুবে মৃত্যু পর্যটকের। মৃতের নাম শেখ ইসারুল। বছর ২৮-এর ওই যুবকের বাড়ি হাওড়ার জগদ্বল্লভপুরে।

হাওড়া থেকে ৫০ জনের একটি দল বাসে করে মঙ্গলবার দিঘা পৌঁছয়। দুপুর দেড়টা নাগাদ স্নান করতে নামেন তাঁদের অনেকে।

স্নান করতে করতে হঠাৎই তলিয়ে যান শেষ ইসারুল। আত্মীয়-পরিজনদের চিত্কারে ছুটে আসেন নুলিয়ারা। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

গত শনিবার সকালে একই ঘটনা ঘটে নিউ দিঘায়। বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে যান নুরুল হাসান মুন্সি নামে বছর ২৮-এর এক যুবক। দেড়ঘণ্টা পর উদ্ধার করা হয় দক্ষিণ ২৪ পরগনার উস্থির বাসিন্দা ওই যুবকের মৃতদেহ।

চারদিনের মাথায় দিঘায় মৃত্যু হল আর এক যুবকের।