ভাঙড়কাণ্ডে আরাবুল ইসলামের জামিনের আর্জি ফের খারিজ
Web Desk, ABP Ananda | 27 May 2018 04:37 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়কাণ্ডে ফের খারিজ আরাবুল ইসলামের জামিন-আর্জি। ৮ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বারুইপুর আদালতের। আরাবুলের আইনজীবী, আদালতে বলেন, তাঁর মক্কেল গুরুতর অসুস্থ। পাশাপাশি, পঞ্চায়েত সমিতিতে জয়ের পর শপথের সময়ও চলে এসেছে। সেই সব দিক বিবেচনা করে আরাবুল ইসলামের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু, বিচারক তা খারিজ করে আরাবুলকে ৮ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। একইসঙ্গে, জেলে আরাবুল ইসলামকে চিকিৎসকের নজরদারিতে রাখারও নির্দেশ দিয়েছেন বিচারক।