পশ্চিম বর্ধমান: দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়। আসানসোল থেকে কলকাতায় ফেরার পথে বাবুল সুপ্রিয়র কনভয়ে দুর্ঘটনা।


জানা গিয়েছে, জামুড়িয়ার সাতগ্রামে বাবুলের কনভয়ে ধাক্কা মারে একটি গাড়ি। কনভয়ে থাকা বাবুলের আপ্ত সহায়কের গাড়িতে ধাক্কা লাগে।
গাড়ির ধাক্কায় আহত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আপ্ত সহায়ক। তবে, কেন্দ্রীয় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি।


জানা গিয়েছে, গাড়িটি লেন ভেঙে বাবুলের কনভয়ে ঢুকে পড়ে। আসানসোল থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা। ঘাতক গাড়ির চালক গ্রেফতার। চালকের বিরুদ্ধে মত্ত অবস্থায় থাকার অভিযোগ উঠেছে।


এর আগে, ২০১৬ সালের মে মাসে দিল্লিতে দুর্ঘটনার কবলে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। মেয়েকে চমক দিতে বিমানবন্দরে যাওয়ার পথে বাইক-দুর্ঘটনায় আহত হয়েছিলেন বাবুল সুপ্রিয়।


দিল্লি বিমানবন্দরের কাছে উড়ালপুলে দুর্ঘটনা। বুকে-হাতে চোট নিয়ে ভর্তি এইমসে। এদিন মুম্বই থেকে দিল্লি আসার কথা ছিল বাবুলের মেয়ের।
তাঁকে চমকে দেওয়ার জন্য নিজের বাইকে করে বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।


প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দরের সামনে একটি গাড়ি ধাক্কা মারে বাবুলের বাইককে। পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে নিয়ে যান এইমসে।


সেখানে সিটি স্ক্যান, এক্স-রে সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, বাবুলের হাতে ও বুকের চোট লেগেছিল। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।