রঞ্জিত সাউ, বিধাননগর: আন্তঃরাজ্য এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতাড়া গ্যাংয়ের মাস্টার মাইন্ড। ঝাড়খণ্ড থেকে মূল অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, ব্যাঙ্কের KYC আপডেট করতে বলে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে বাগুইআটির বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তে উঠে আসে জামতাড়া গ্যাংয়ের লিঙ্ক। সেই সূত্র ধরে আগেই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে ঝাড়খণ্ডে মূল পাণ্ডার হদিশ মেলে। গতকাল চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়।


ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাগুইআটির বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জামতাড়া গ্যাংয়ের লিঙ্কের তথ্য ধরেই দুজনকে গ্রেফতার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল মূল পাণ্ডা কার্তিক মণ্ডলকে গ্রেফতার করা হয়। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতের তোলা হবে। ধৃতদের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।


চলতি বছরের ২৪ মে বাগুইআটির এক বাসিন্দা অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে কেওয়াইসি (KYC) আপটেড করাতে বলে তাঁর ডেবিট কার্ডের নম্বর ও মোবাইল ফোনে আসে ওটিপি জেনে নেয় এক ব্যক্তি। এরপর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে গত ২৪ জুলাই বিধানগর সাইবার ক্রাইম থানার পুলিশ আসানসোল থেকে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানায় পুলিশ। পুলিশের দাবি, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার অথবা পদস্থ আধিকারিক পরিচয়ে গ্রাহকদের এটিএম কার্ড সংক্রান্ত তথ্য জেনেছিল অভিযুক্তরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, টাকা হাতিয়ে নেওয়ার নেপথ্যে কাজ করছে বড়সড় প্রতারণা চক্র। আন্তঃরাজ্য প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখছে পুলিশ।