করুণাময় সিংহ, চাঁচোল: ১০০ দিনের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ কংগ্রেস গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। চাঁচোল এর মহানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের গ্রামবাসীদের একাংশের। ভিত্তিহীন অভিযোগ দাবি অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন এক নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য।


চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত। কংগ্রেস পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা বুথের সদস্যা মঞ্জু বিবির বিরুদ্ধে একশো দিনের প্রকল্প টাকা আত্মসাতের অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ ক্যানেল সংস্কারের জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু সংস্কার না করে মৃত ব্যক্তি এবং নিজের কাছের লোক এদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েত সদস্যা।


গ্রামবাসীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তরে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্যা। তার দাবি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, ‘তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না। গ্রামবাসীরা অভিযোগ করেছেন প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’


জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালি সাধন রায় বলেন, ‘কেউ দুর্নীতি করলে দল পাশে দাঁড়াবে না। তবে কোথাও কোথাও ভয়-ভীতির পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে বলে মনে হচ্ছে আমার।’ গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এক নম্বর ব্লকের ভিডিও সমীরণ ভট্টাচার্য।