দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মানবাধিকার সংগঠন এপিডিআরের মিছিলে হামলা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ।
ভাঙড়কাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে সুজাত ভদ্র সহ, মানবাধিকার সংগঠন এপিডিআর-এর ৬ কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তার বিরুদ্ধে শুক্রবার বারুইপুর আদালতের বাইরে চলছিল এপিডিআরের বিক্ষোভ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আসা বেশকিছু ছাত্রছাত্রী ও ভাঙড়ের বাসিন্দারাও সামিল হন বিক্ষোভ মিছিলে।
সেই প্রতিবাদ মিছিলেই হঠাৎ হামলা হয়। পুলিশের সামনেই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার সিপিআইএমএল রেডস্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী সহ বাকিদের বারুইপুর আদালতে তোলা হয়। তখনও চলে বিক্ষোভ-স্লোগান। আইনজীবীদের অভিযোগ, তাঁদের হেনস্থা করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এদিকে, রেডস্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী সহ তিনজনের ফের পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি এই তিনজনের বিরুদ্ধে ইউএপিএ ধারা যোগ করার আবেদনও মঞ্জুর করেছে বারুইপুর আদালত। অভিযুক্ত ছয় এপিডিআর কর্মীকে জামিন দিয়েছেন বিচারক। অন্যদিকে, ভঙড়ের ৭০ গ্রামবাসীর বিরুদ্ধে এদিন একটি মামলা করেছে পুলিশ।