কোচবিহার: বাড়ির অমতে ভালোবেসে বিয়ে। এই অপরাধে মেয়ের শ্বশুড়বাড়িতে হামলার অভিযোগ উঠল বাড়ির লোকের বিরুদ্ধে। মেয়ে-কে না পেয়ে, ছেলে-র এক আত্মীয়কে ধারালো অস্ত্রের কোপ মারার পাশাপাশি চালানো হয় গুলিও!সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে।
স্থানীয় সূত্রে খবর, মাস চারেক আগে ভালোবেসে বিয়ে করেন শীতলকুচির পাগলীমারি গ্রামের বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস ও তুলসী রায়। কিন্তু, এই বিয়ে মেনে নিতে পারেননি তুলসী রায়ের পরিবারের লোকেরা।
উজ্জ্বল বিশ্বাসের পরিবারের অভিযোগ, সোমবার রাতে তাঁদের বাড়িতে হামলা চালায় তুলসী রায়ের পরিবারের লোকেরা। মেয়েকে না পেয়ে বাড়ির লোকেদের বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় উজ্জ্বল বিশ্বাসের জ্যাঠা জয়দেব বিশ্বাসের মাথায়। বাবাকে বাঁচাতে গেলে জয়দেব বিশ্বাসের ছেলে ছোটন বিশ্বাসকেও মারধর করা হয়। তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় জয়দেব বিশ্বাস ও ছোটন বিশ্বাসকে ভর্তি করা হয়েছে কোচবিহারের এমজেএন হাসপাতালে।
ঘটনায় শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেয়ের দাদা অঞ্জন রায় ও শশধর প্রামাণিক নামে এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়ির অমতে বিয়ে, মেয়ের শ্বশুরবাড়িতে হামলা, ধারালো অস্ত্রের কোপ-গুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2016 11:31 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -