পুলিশের কনভয়ে হামলা, বোমাবৃষ্টি, এসআই খুনে ধৃত অভিযুক্তকে ‘ছিনতাই’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 09:24 AM (IST)
NEXT
PREV
বীরভূম: খুনে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তী খুনে অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। গতকাল রাতে দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তী খুনে অভিযুক্ত শেখ সেলিমকে গ্রেফতার করতে ৬টি গাড়ির কনভয় নিয়ে খোয়াজ মামুদপুর গ্রামে যায় পুলিশ। অভিযোগ, ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে নিয়ে আসার সময় বাধা দেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। বোমাবৃষ্টির মাঝেই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে চলে যায় স্থানীয় বাসিন্দারা। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে পুলিশ। তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে এসআই অমিত চক্রবর্তী খুনের ঘটনায় অভিযুক্ত আরও দুজনকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -