সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ১৬ ই অগাস্ট খেলা হবে দিবস পালিত হবে। তার আগেই রবিবার খেলা শুরু হয়ে গেল শেওড়াফুলিতে। বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন শেওড়াফুলি রাজবাড়ি মাঠে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। আগামী সাতদিন ধরে চলবে এই খেলা।


সব খেলার সেরা বাঙালির ফুটবল আর সেই ফুটবল খেলা হচ্ছে প্রায় দু’বছর পর। তাই মাঠে খেলা দেখতে ভিড় উপচে পরে। করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা রয়েছে। এখনও জেলার অনেক শহর গ্রামে বিভিন্ন জায়গায় কনটেনমেন্ট জোন রয়েছে। দোকান বাজার খোলার উপর বিধি নিষেধ রয়েছে, নাইট কারফিউ জারি রয়েছে। এমন সময় এই ধরনের ফুটবল খেলা নিয়ে প্রশ্ন উঠছে। যারা দর্শক তাদের অধিকাংশের মুখেই মাস্ক বা করোনা বিধি মানার বালাই ছিল না। রাজবাড়ি মাঠে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না, দেবাংশু ভট্টাচার্য।


বেচারাম মান্না বলেন, ‘খেলা হবে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষের ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই খেলা হবে দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই খেলা যা ২০২১ সালে শুরু হয়েছিল তা ২০২৪ সালের কাউন্টডাউন শুরু হয়েছে। এর পরে সর্বস্তরেই এই খেলা শুরু হয়ে যাবে।’


দেবাংশু বলেন, ‘একটা দিন যখন ঘোষণা হয়েছে তখন ভালই লাগছে। আসলে খেলা যত হবে বিজেপির মত সাম্প্রদায়িক শক্তি তত দূরে থাকবে। আসলে দাঙ্গার বিপরীত তো খেলা দাঙ্গা মানুষকে ভাগ করে খেলা মানুষকে এক করে।যত খেলা হবে তত দিলীপ ঘোষদের মুখ বন্ধ থাকবে।’


খেলার উদ্যোক্তা সুবীর ঘোষ বলেন, ‘এই খেলা রাজনৈতিক আমরা ২১ সে দেখেছি আবার ২৪ সে দেখব। খেলার মাধ্যমে সম্প্রীতি বার্তা করোনার বিরুদ্ধে লড়াই এর বার্তা দেব।' করোনা বিধি মানা প্রসঙ্গে তিনি জানান, কাউকে বলা হয়নি বা প্রচার করা হয়নি যারা এসেছেন তাদের বলা হয়েছে মাস্ক পরে থাকতে। যদিও এই খেলায় করোনা বিধি মানা হয়নি বলে অভিযোগ করেছে বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল। স্বপন বাবু বলেন, 'গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা বিধি জারি রয়েছে আর এই সময় তৃনমূল কি চাইছে করোনা নির্মূল করতে দেবেন না নাকি আরও বাড়তে।'