মেরামতির পর বালি ব্রিজের কলকাতাগামী লেনে শুরু যান চলাচল
ABP Ananda, web desk | 01 Oct 2016 11:57 AM (IST)
কলকাতা: মেরামতির পর খুলে দেওয়া হল বালি ব্রিজের কলকাতাগামী লেন। শুরু হয়েছে যান চলাচল। স্থায়ী মেরামতির জন্য ১ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় বালি ব্রিজের কলকাতাগামী লেনটি। পূর্ত দফতর সূত্রে খবর, ব্রিজের ৭টি আর্চই মেরামত করা হয়েছে।তিনমাসের নির্দিষ্ট মেয়াদের মধ্যেই শেষ হয় মেরামতির কাজ। গতকালই পূর্ত দফতরের পক্ষ থেকে পুলিশ, পরিবহণ দফতর, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সব দফতরকে চিঠি দিয়ে কাজ শেষ করার কথা জানানো হয়। এরপর রাত থেকেই বালি ব্রিজের কলকাতাগামী লেন দিয়ে শুরু হয় যান চলাচল।