হাওড়া: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল কদমতলা বাজারের ১০০-র বেশি দোকান। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর ৪টে ২০ নাগাদ বাজারে একটি মশলার দোকানে প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় একের পর এক দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আশপাশের বহুতলের জলের ট্যাঙ্ক ভেঙে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারাই। তারপর ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। দমকল দেরিতে আসায় অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ। তবে দমকলের দাবি, বাজারে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। মজুত ছিল প্রচুর দাহ্য পদার্থ। সে কারণেই আগুন দ্রুত ছড়ায়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।