মুন্না আগারওয়াল, বালুরঘাট: বালুরঘাটে চন্দন কাঠ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট শহরের কলকালি খাড়ি এলাকায় হানা দিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ। বালুরঘাট থানা ও পতিরাম থানা যৌথভাবে হানা দিয়ে এক কুইন্টালের উপর এই লাল চন্দন কাঠ গুলি একটি সাদা ট্যাক্সি থেকে উদ্ধার করে। পাচারকারীরা রাতের অন্ধকারে তা বাংলাদেশে পাচার করে দেওয়ার ছক কষছিল। আজ দুপুরে বালুরঘাট থানায় ডাকা এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার রাহুল দে এই ঘটনার কথা জানিয়েছেন। ধৃতরা হলেন সঞ্জীব দেবনাথ, রাজেশ কর্মকার ও অভিজিৎ সোরেন ওরফে পলটু। এদের সবার বয়স ত্রিশের উপর। এদের বাড়ি বালুরঘাট থানার কামারপাড়া এলাকায়।
এই ঘটনা সম্পর্কে সাংবাদিক সম্মলেন বলতে গিয়ে জেলা পুলিশ সুপার আরও জানিয়েছেন, এই চন্দন কাঠ গুলি কলকাতা থেকে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। জেলায় এর আগে এরকম ঘটনা কুমারগঞ্জ থানায় কয়েক বছর আগে ঘটলেও সাম্প্রতিক কালে এই ধরনের ঘটনা জেলাতে ঘটেনি বলে তিনি জানান। ধৃতদের আজ আদালতে পাঠিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।
অন্যদিকে এর আগে উত্তরবঙ্গের শিলিগুড়ি ও জলপাইগুড়িতে এই ধরনের কাঠ পাচার চক্রী সক্রিয় হলেও দক্ষিন দিনাজপুর জেলায় এই রকম কাঠ পাচারকারী সক্রিয় হয়ে ওঠার ঘটনা খুব একটা দেখা যায় নি। বরং অতি সম্প্রতি গাজা পাচার চক্রী সক্রিয় হয়ে উঠতে দেখা গেলেও পুলিশ ধরপাকড় শুরু করতেই তা বেশ কিছুটা কমেছে। কিন্তু গতকাল দীর্ঘ কয়েকবছর পর ফের এই কাঠ পাচারকারীদের গ্রেফতারের ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ প্রশাসন।
এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোথাও এই পাচার চক্র সক্রিয় কিনা তাও দেখা হচ্ছে।