সুনীত হালদার, হাওড়া: সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় প্রেমিকার হাতে আক্রান্ত তরুণ ব্যবসায়ী।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায়। প্রেমিকার দাদাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বস্ত্র ব্যবসায়ী ২১ বছরের শেখ আফসার আলির সঙ্গে পাশের পাড়ার বাসিন্দা ওই তরুণীর একবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিগত কিছুদিন ধরে সেই সম্পর্কে অবনতি হয় বলে খবর। 
অভিযোগ, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় আফসারকে ফোন করে ডাকেন প্রেমিকা। সেখানে যাওয়ার পরেই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন তরুণীর ফোন পেয়ে হাজির হন তাঁর দাদা। এরপর প্রেমিকা ও তাঁর দাদা মিলে ব্লেড নিয়ে আক্রমণ করেন আফসারকে। হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। প্রেমিকা ও তাঁর দাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণ। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন প্রেমিক, সেই আক্রোশেই হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
আচমকা হামলায় আফসারের  বুক এবং ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। নার্সিংহোম সূত্রে খবর তাঁর বুকে পাঁচটি এবং হাতে দশটি সেলাই হয়েছে। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আক্রান্ত যুবক বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পুলিশ তরুণীর দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ  করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইদানিং আফসার প্রেমিকাকে পাত্তা দিতেন না। তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এতেই চটে যায় মেয়েটি। তাই প্রতিশোধ নেওয়ার জন্যে তিনি তাঁর প্রেমিককে আক্রমণ করে।
অভিযোগ, গতকাল রাতে  আফসার যখন স্থানীয় ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, সেই সময় তাঁকে বটতলায় ফোন করে ডাকেন তাঁর প্রেমিকা। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে উত্তপ্ত বচসা হয়। তখন তরুণী তাঁর দাদাকে ফোন করে ডাকেন। এরপর হঠাৎই তরুণী আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করেন। তাঁর দাদাকে দেখা যায় একইভাবে তাকে ব্লেড দিয়ে আঘাত করতে।