আদালতে মনুয়া ও অজিতের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ, চার্জশিট শীঘ্রই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2017 07:39 PM (IST)
NEXT
PREV
বারাসত: বারাসতে প্রেমিককে দিয়ে স্বামীকে খুনের ঘটনায় ফের দুই অভিযুক্তের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করল পুলিশ। আজ দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মনুয়া মজুমদার ও অজিত দাসকে বারাসত আদালতে নিয়ে আসা হয়। সেখানে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসার। পুলিশ সূত্রে খবর, এর আগে সংগ্রহ করা ফিঙ্গার প্রিন্টের রিপোর্টে অসঙ্গতি থাকায় গত শনিবার নতুন করে নমুনা সংগ্রহের জন্য আবেদন করা হয়েছিল। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি এই হত্যাকাণ্ডে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে বলে খবর পুলিশ সূত্রে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -