ব্যারাকপুর শ্যুটআউটের কিনারা: ব্যবসার জন্য টাকা না দেওয়ায় ভাড়াটে খুনি লাগিয়ে বাবাকে হত্যার চেষ্টা, গ্রেফতার ছেলে সহ ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Mar 2018 03:54 PM (IST)
NEXT
PREV
উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর শ্যুটআউটের কিনারা করল পুলিশ। বাবাকে ভাড়াটে খুনি লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ছেলে-সহ ৩। এখনও অধরা ভাড়াটে খুনি। পুলিশ সূত্রে খবর, বাবার কাছে ব্যবসার জন্য টাকা চায় বিকাশ সাউ। বাবা টাকা না দেওয়ায়, খুনের ছক কষে ছেলে। যোগাযোগ করে মণিরামপুরের অনুপ সিংহর সঙ্গে। তার মাধ্যমেই যোগাযোগ হয় দুই সুপারি কিলার নিয়ামত আনসারি ও অঙ্কিত সাউয়ের সঙ্গে। পুলিশের দাবি, খুনের জন্য ৬০ হাজার টাকায় রফা হয়। ২০ হাজার টাকা অ্যাডভান্স দেয় বিকাশ। এমনকি ঘটনার দিন সন্ধেয় অভিযোগ জানাতে থানাতেও যায় সে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেলা পর্যন্ত ঘুমোনোর অভ্যাস ছিল বিকাশের। কিন্তু বাবার উপর হামলার আগে ছেলের প্রাতর্ভ্রমণে যাওয়া নিয়ে সন্দেহ হয় তদন্তকারীদের। পুলিশের দাবি, ৩ দিন ধরে এলাকায় রেইকি করে বিকাশ। ঘটনার দিন অঙ্কিত বাইক চালাচ্ছিল ও নিয়ামত গুলি চালায় বলে জানতে পেরেছে পুলিশ।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -