কলকাতা:  খোদ বিধায়কের অ্যাকাউন্ট থেকেই উধাও লক্ষাধিক টাকা।

পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতির অভিযোগ, হঠাত্‍ই তাঁর মোবাইলে এসএমএস আসে। জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিধানসভা শাখার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে সাড়ে ৩ লক্ষ টাকা। ঘটনায় হতবাক তৃণমূল বিধায়ক ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। থানায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি