কুপ্রস্তাবে নারাজ, অশ্লীল ভিডিওয়ে গৃহবধূর ছবি বসিয়ে ভাইরাল করা হল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2017 12:03 PM (IST)
বারুইপুর: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর ছবি বসিয়ে অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ। বারুইপুরের বাসিন্দা ওই গৃহবধূর অভিযোগ, কিছুদিন আগে কয়েকজন যুবক তাঁকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায়, ভিডিও পর্নোগ্রাফি থেকে মহিলার মতো দেখতে একজনের ছবি ডাউনলোড করে, সেই ছবি সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এলাকায় রটানো হয়, ওই গৃহবধূ ভিডিও পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত। এরপরই বিষয়টি টের পান ওই গৃহবধূ। তিনি বারুইপুর থানা ও রাজ্য পুলিশের সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।