সঞ্চয়ন মিত্র, হাওড়া: করোনা ঠেকাতে কড়াকড়ির মধ্যেই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠের দরজা। আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমা। যাবতীয় করোনা বিধি মেনে ওইদিন ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা। বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন, সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা।
করোনা আবহে ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। জানা যায়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে বর্তমানে রাজ্যে কড়া করোনা বিধি জারি করেছে সরকার। সংক্রমণে বেশ খানিকটা নিয়ন্ত্রণে। এই আবহে গুরুপূর্ণিমা উপলক্ষ্যে একদিনের জন্য ভক্তদের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠ। তবে করোনা বিধি পালনে জোর দিয়েছে মঠ কর্তৃপক্ষ।
গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল।
মার্চ মাসেই দু’দিন ভক্তদের জন্য বন্ধ ছিল বেলুড় মঠ। আগামী ১৫ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি ও ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মমহোৎসবে ভক্তদের জন্য মঠ বন্ধ রাখা হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুর জন্মমহোৎসবের দিনও ভক্ত-দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় বেলুড়মঠ।