পশ্চিম মেদিনীপুর:  গত ১৬ জুলাই পশ্চিম মেদিনীপুরে নরেন্দ্র মোদীর সভায় গিয়ে মঞ্চ ভেঙে জখম হন রীতা মুদি নামের এক তরুণী। তাঁকে সেদিন পাঠানো হয় হাসপাতালে। মেয়েটির সঙ্গে গিয়ে হাসপাতালে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেন অটোগ্রাফও। প্রধানমন্ত্রী অটোগ্রাফ পাওয়ার পর থেকেই নিজের গ্রাম এবং আশপাশের অঞ্চলে এখন তারকা তিনি।


 

শুধু তারকাই নন, মেয়েটি ও তাঁর বোনের জন্যে আসছে একাধিক বিয়ের প্রস্তাবও। যদিও তিনি জানিয়ে দিয়েছেন,  এখন কোনওভাবেই বিয়ে করবেন না। পড়াশোনা শেষ করেই তবে বিয়ের পিঁড়িতে বসবেন রীতা মুদি।




প্রসঙ্গত, গত ১৬ জুলাই মোদীর সভায় দুর্ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান মোদী। সেখানেই মেয়েটি মোদীর থেকে অটোগ্রাফ চাইলে তাঁকে নিজের সই দেন প্রধানমন্ত্রী। তারপর থেকে মেয়েটি ও তাঁর গোটা পরিবার পুরো এলাকায় তারকাসুলভ ব্যবহার পাচ্ছেন। ওইদিন প্রায় ৯৬ জন মঞ্চ ভেঙে জখম হয়েছিলেন। পরে তাঁদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও।