পশ্চিম মেদিনীপুর: সম্ভবত জুন মাসেই হতে চলেছে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভায় এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, নতুন অর্থবর্ষ শুরুর আগে ৩০ মার্চের মধ্যে সব সরকারি উন্নয়ন মূলক কাজ শেষ করতে হবে। ২-৩ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। বুধবার ডেবরার সরকারি সভা থেকেও একই ইঙ্গিত দিয়ে, উন্নয়নের স্বার্থে শাসক দলের প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২-৩ মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে জিতিয়ে কাজের সুযোগ দেবেন। পঞ্চায়েত শাসক দলের হাতে না থাকলে কীভাবে উন্নয়ন হবে? ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হয়েছিল জুলাই মাসে। নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন অগাস্ট মাসে। পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী, নির্বাচিত সদস্যদের মেয়াদ শপথগ্রহণের দিন থেকে পাঁচ বছর অবধি থাকে। অর্থাৎ ২০১৩ সালে জয়ী প্রার্থীদের মেয়াদ ২০১৮ সালের অগাস্ট মাস পর্যন্ত। সেক্ষেত্রে এবারের জয়ী প্রার্থীরা অগাস্ট মাস পর্যন্ত শপথ নিতে পারবেন না। কারণ আগের বারের জয়ী প্রার্থীদের মেয়াদ তখনও শেষ হবে না। সেক্ষেত্রে আইনগত কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট এখনও চূড়ান্ত না হলেও, গ্রাম বাংলা দখলের লক্ষ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে তুঙ্গে তৎপরতা। গরমের শুরুতেই চরমে বাগযুদ্ধ!