মালদহ: সপ্তাহে আলাদা করে তিনটি দিনে আসছে ছেলে, মেয়ে পড়ুয়ারা। এমনই অবাক করা সিদ্ধান্ত নিয়েছে মালদহের একটি সরকারি স্কুলের কর্তৃপক্ষ। যে তিনদিন ছাত্ররা আসছে, সেদিন আসছে না ছাত্রীরা, ছাত্রীদের দিনগুলিতে আসছে না ছাত্ররা। মালদা সদর ডিভিশনের হবিবপুর এলাকার গিরিজা সুন্দরী বিদ্যামন্দির কর্তৃপক্ষের দাবি, ইভটিজিংয়ের সম্ভাবনা এড়াতেই ছেলে, মেয়েদের একসঙ্গে বসে পড়াশোনা করতে না দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলাদা আলাদা দিনে আসতে বলা হয়েছে ছেলে, মেয়েদের। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পান্ডে তাঁদের স্কুলে ইভটিজিংয়ের একাধিক অভিযোগ আসায় এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ঠিক হয়েছে, ছাত্রীরা আসবে সোমবার, বুধবার ও শুক্রবার আর ছেলেরা আসবে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে সব কিছু ঠিকঠাক চলছে বলে দাবি করেছেন তিনি। যদিও প্রশাসন স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘অদ্ভূত’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেছে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, এমন সিদ্ধান্ত কখনও সমর্থন করা যায় না। আমরা বিষয়টি তদন্ত করতে বলেছি, অবিলম্বে ওই সিদ্ধান্ত তুলে নিতে হবে।
রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভানেত্রী মহুয়া দাশও ওই সিদ্ধান্তের সমালোচনা করে তাঁদের সঙ্গে এ ব্যাপারে কোনও আলোচনাই করা হয়নি বলে জানিয়েছেন।
মালদহের স্কুলে সপ্তাহে আলাদা আলাদা তিনদিন ছাত্র, ছাত্রীরা, ইভটিজিং এড়াতেই সিদ্ধান্ত, সাফাই কর্তৃপক্ষের, বিতর্ক
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2019 12:21 PM (IST)
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পান্ডে তাঁদের স্কুলে ইভটিজিংয়ের একাধিক অভিযোগ আসায় এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ঠিক হয়েছে, ছাত্রীরা আসবে সোমবার, বুধবার ও শুক্রবার আর ছেলেরা আসবে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার।
ফাইল ছবি
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -