হোয়াটসঅ্যাপে মনোনয়ন, মহিলা প্রার্থীর দুই ছেলেকে অপহরণের অভিযোগ আরাবুলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2018 03:50 PM (IST)
NEXT
PREV
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীর দুই ছেলেকে অপহরণের অভিযোগ আরাবুল ইসলামের বিরুদ্ধে। জমি জীবিকা রক্ষা কমিটির সদস্যা ফতেমা বিবি এবার পঞ্চায়েত নির্বাচনে পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন। হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা দেন তিনি। অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার জন্য আজ সকালে তাঁর দুই ছেলেকে তুলে নিয়ে যান আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা। আরাবুলের বাড়িতে নিয়ে গিয়ে দুই ছেলেকে দিয়ে ফোন করিয়ে ফতেমাকে মনোনয়ন তুলে নিতে বলা হয়। ই-মেলে বারুইপুর জেলা পুলিশকে অভিযোগ জানান ওই প্রার্থী। আরাবুলের ফোন বন্ধ ছিল। অভিযোগ অস্বীকার করেছেন আরাবুলের ছেলে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -