কলকাতা: ইস্যু সেই জমি! যা ঘিরে অশান্ত ভাঙর। আন্দোলনের পাশে দাঁড়াল সিপিএম! অভিযান ছিল, চিটফান্ডকাণ্ডের মাথাদের গ্রেফতারির দাবিতে। কিন্তু, বুধবারের সভায় সূর্যকান্ত মিশ্র থেকে সীতারাম ইয়েচুরি--হাতিয়ার করার চেষ্টা করলেন ভাঙড়ের আন্দোলনকে।
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, চোখ রাঙানো সহ্য করবে না। ভাঙড়ের মানুষ দেখিয়ে দিয়েছে কীভাবে পুলিশের মোকাবিলা করা যায়। সব জায়গায় মানুষ জমায়েত করবে। নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়ে সূর্যকান্ত বলেন, মুখ্যমন্ত্রী তৈরি থাকুন। আরেক সিপিএম নেতা গৌতম দেবও ভাঙড়ের আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।
সিপিএমের আন্দোলনের ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, গুরুত্ব না পেয়ে উস্কানির চেষ্টা। ইয়েচুরি-সূর্যকান্তরা যখন জমি ইস্যুকে হাতিয়ার করছেন, তখন পার্থ চট্টোপাধ্যায়রা তাদের পাল্টা মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রাম-সিঙ্গুরের কথা।
কিন্তু, একা সিপিএম নয়, ভাঙরকে হাতিয়ার করে জমি অস্ত্রেই তৃণমূলকে আঘাত করতে চাইছে কংগ্রেসও! মঙ্গলবারের মিছিলের পর বুধবার ফের অশান্ত ভাঙরে যান অধীর চৌধুরী। কথা বলেন দুই নিহতের পরিবারের সঙ্গে। আক্রমণ করেন তৃণমূল সরকারকে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, পুলিশ দিয়ে অত্যাচার করাচ্ছে। জমি কেড়ে নিতে চাইছে।
পাল্টা তৃণমূলের আশ্বাস, জোর করে কোনও জমি নেওয়া হবে না। সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলন ঘিরে একসময় উত্তপ্ত হয়েছে। যার কাণ্ডারী ছিল তৃণমূল। আর এখন ভাঙরের জমি আন্দোলনকে ঘিরে সেই তৃণমূলকেই অস্বস্তিতে ফেলতে সক্রিয় বাম-কংগ্রেস।
ভাঙড়কাণ্ডে নবান্ন-অভিযান, মমতাকে হুঁশিয়ারি সূর্যর, উস্কানির চেষ্টা! পাল্টা পার্থ
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jan 2017 08:32 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -