কলকাতা: একবালপুরে নির্বাচনী সভায় বিজেপি হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। চারটে জায়গায় উপনির্বাচন বাকি আছে, আমরাই জিতব। বিজেপি কোথাও জিততে পারবে না। তোমরা যদি বুনো ওল হও, তাহলে আমরা বাঘা তেঁতুল। মনে রাখবেন আমি আপনাদের পাহারাদার।''


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নরেন্দ্র মোদিদের ভাই-দাদা বলে সম্বোধন করি, এটা আমাদের সৌজন্য। কিন্তু তাই বলে, দেশে তালিবান-শাসন জারি করতে দেব না। দেশকে টুকরো হতে দেব না। কেউ মা বলি, কেউ আম্মা বলেন। প্রয়োজনে একজনের রক্ত অন্যের শরীরে দান, এটাই হিন্দুস্থান।'' 


একযোগে উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "উত্তরপ্রদেশে কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। ত্রিপুরায় যেতে গেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলকে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখানেও তো পুজো হয়, ১৪৪ ধারা জারি করা হয় না। কিন্তু ত্রিপুরা সরকার বলছে, পুজোর সময় তারা ১৪৪ ধারা জারি রেখেছে।'' একইসঙ্গে তিনি বলেন, "আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লড়ব। প্রয়োজনে ত্রিপুরায় খেলা হবে। ভোটের ময়দানে লড়াই হবে, বিজেপিকে হারাব। আমরা খেলব, জিতব, বিজেপিকে দেশ থেকে তাড়াব।''


আরও পড়ুন: Kolkata: 'হিন্দুস্তানকে তালিবান হতে দেব না', ভোটের প্রচারে মোদিকে নিশানা করে বার্তা মমতার


নির্বাচনী প্রচারে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "অবশ্যই ভোট দিতে যাবেন, মাস্ক পরে যাবেন। অনেকে ভাবছেন, দিদি এমনিই জিতে যাবে, আবার কেন ভোট দিতে যাব। এমন ভাবনা ভুল, ঝড় হোক, জল হোক, যে করে হোক ভোট দিতে যাবেন। প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ, একটা ভোট না পেলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে। আমি যদি জিততে না পারি, তাহলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবেন।''


আরও পড়ুন: নার্সিংহোমে বিজেপির পরাজিত প্রার্থীর মৃত্যু, সিবিআই তদন্তের দাবি গেরুয়া শিবিরের