করুণাময় সিংহ, মানিকচক: মানিকচক পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা ঘিরে ফের শাসক দলের বিভাজন প্রকাশ্যে। তৃণমূল সদস্যার স্বামীকে অপহরণের অভিযোগ ঘিরে গতকাল রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। আহত হন চারজন।


অভিযোগ, তৃণমূল সদস্যার স্বামী ও স্থানীয় তৃণমূল নেতাকে অপহরণের চেষ্টা করে তৃণমূল কর্মী ও তাঁর দলবল। অভিযুক্তের দাবি, বিজেপি প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা বানচাল করতেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। দু’পক্ষই মানিকচক থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।


তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলবিরোধী কাজে যারা যুক্ত তাদের দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। বিজেপির কটাক্ষ, গোষ্ঠীকোন্দল তৃণমূলের সহজাত প্রবৃত্তি। 


এর আগে প্রধান নির্বাচনে বিজেপিকে সমর্থন করায় পাঁচ পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের ঘটনা। সম্প্রতি বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধানকে অপসারণ করা হয়। নতুন প্রধান নির্বাচনে বিজেপির ৭ সদস্যের সঙ্গে হাত মেলান তৃণমূলের ৫ সদস্য। মানিকচকের বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাবিত্রী মিত্র জানিয়েছেন, বিজেপির সঙ্গে হাত মেলানোয় অঞ্চল কমিটির সুপারিশ মেনে ওই পাঁচ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্যের দাবি, অঞ্চল কমিটির সম্মতিতেই তাঁরা প্রধান নির্বাচনে বিজেপিকে সমর্থন করেন। বিজেপি জেলা নেতৃত্বের কটাক্ষ, এটা তৃণমূলের অন্তর্কলহ। 


মালদার মানিকচকে চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচনের পরেই এলাকায় মিছিল করে বিজেপি ও তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের পাঁচ সদস্যের ঘাড়ে নেমে আসে শাস্তির খাঁড়া। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সম্প্রতি অনাস্থা আনেন দলীয় সদস্যরা। পুরনো প্রধানকে অপসারণের পর বুধবার নতুন প্রধান নির্বাচন করা হয়। প্রধান নির্বাচনে বিজেপির ৭ সদস্যকে সমর্থন করেন তৃণমূলের পাঁচ সদস্য। এর প্রেক্ষিতেই কড়া পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই পাঁচ সদস্যকে শনিবার দল থেকে বহিষ্কার করা হয়। 


বিধানসভা ভোটে মালদায় ভাল ফল করেছে তৃণমূল। এরপরেও এই জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেরবার শাসক শিবির।


আরও পড়ুন মালদার হরিশ্চন্দ্রপুরে স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ, গ্রেফতার স্ত্রী ও পিসতুতো দাদা


মালদায় বাড়ছে শিশুমৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে সঙ্কটজনক অবস্থায় একাধিক