চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ ঘিরে তুমুল অশান্তি চলছে। সাত সকালেই ভাঙচুর হয়েছে সরকারি বাস ও লরি। পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামীকাল চোপড়া আসছে বিজেপি প্রতিনিধি দল।
সকাল সাড়ে ৬টা নাগাদ রায়গঞ্জের নেতাজি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দুটি বাসে বিজেপি কর্মী সমর্থকরা যাত্রী নামিয়ে দিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ। বাসদুটি দুর্গাপুর ও কলকাতা যাচ্ছিল।
এছাড়া শিলিগুড়ি মোড়ের কাছে ভাঙচুর চালানো হয় একটি লরিতেও। হেমতাবাদ রাজ্য সড়ক ও ইসলামপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। তবে বেলা ১১টার পর দু’টি রাস্তাতেই যান চলাচল শুরু হয়।
পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে জোর করে দোকান বন্ধেরও অভিযোগ ওঠে। অশান্তির অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বিস্তারক কর্মসূচি চলার সময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অরেন সিংহ নামে এক ব্যক্তির।
ভাঙচুর লরি, সরকারি বাস, উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপির বনধে অশান্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jul 2017 12:05 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -