বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এবার গুলি লাগল খোদ পুলিশের গায়ে। মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে শাসক-বিরোধী সংঘর্ষ চলছিল। তখন স্থানীয় উস্তি থানার সাব ইনস্পেক্টর রফিক জামালের বাঁ হাতে জমায়েত থেকে গুলি এসে লাগে।


বারুইপুরে মহকুমা শাসকের দফতরের সামনে বিজেপি প্রার্থীর মেয়েকে মারধর করা হল। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।



বিজেপির দাবি, ভাঙড়ের বহিরামপুর গ্রাম থেকে সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন ওই প্রার্থী। মহকুমা শাসকের দফতরে ঢোকার ঠিক আগে তাঁর তরুণী মেয়েকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, মহকুমা শাসকের দফতরের সামনে পুলিশের সামনেই শাসকদলের লোকজন তাঁকে মারধর করে। প্রাণভয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে পালিয়ে বাঁচেন ওই বিজেপি প্রার্থী। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পূর্ব মেদিনীপুরের তমলুকেও মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার সময় বাম প্রার্থীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, মহকুমা শাসকের দফতরের সামনে বাস থেকে নামা মাত্র বিরোধী সন্দেহে যাত্রীদের তল্লাশি করা হয়েছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি, পুলিশের সামনেই মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশে বাধা দেওয়া হচ্ছে।

সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।