কলকাতা: আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি হলেও, পঞ্চায়েত নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই পঞ্চায়েত ভোট। ১৬-মের মধ্যে শেষ হবে ভোট প্রক্রিয়া। এই পরিস্থিতিতে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ চরমে। বিজেপি দাবি করছে, রাজ্যের পরিস্থিতি অশান্ত, তাই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী আনার দরকার। তৃণমূলের পাল্টা দাবি, রাজ্যের পরিবেশ অশান্ত নয়, বিরোধীরাই অশান্ত করার চেষ্টা করছে।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়েও দু’দলের মধ্যে তরজা চলছে। বিজেপির দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো হোক। তৃণমূলের বক্তব্য, রাজ্য পুলিশই যথেষ্ট। তৃণমূলের দাবি, রাজ্য সরকারের উন্নয়নে ভর করেই পঞ্চায়েতে জয় আসবে। বিজেপির পাল্টা দাবি, গ্রাম বাংলা উন্নয়ন থেকে বঞ্চিত। তবে বাগযুদ্ধ নয়, ভোটের লড়াইয়ে যে জিতবে, ওহি সিকন্দর।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপি-র, বিরোধীরাই রাজ্য অশান্ত করছে, পাল্টা তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2018 10:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -