পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গত শুক্রবার বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।বুধবার একঝাঁক বিজেপি নেতা।বাঁকুড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত।
এদিন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি-সহ ১৫ জন শীর্ষ নেতা-সহ শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। শাসক দলে এসে বাঁকুড়ার বিজেপি সাংসদকে নিশানা করেন দলত্যাগীরা।
দলত্যাগী বিজেপি নেতা অনিলবরণ ঘোষের অভিযোগ,বাঁকুড়া জেলা বিজেপি ওনার সম্পত্তি হয়ে গেছে। দলটাকে শেষ করে দিচ্ছেন। সাংসদ হওয়ার পর মানুষ একদিনও ওনাকে পাশে পায়নি। গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত বিজেপি। তাই দল ছাড়লাম।

জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেছেন, জেলার দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ও উন্নয়নের অংশীদার হতে বিজেপির শীর্ষ নেতারা আমাদের দলে যোগ দিয়েছেন, আমরা সারা বছর মানুষের পাশে থাকি, এটা বুঝেই তাঁরা তৃণমূলে যোগ দিলেন।

যদিও নেতাদের দলত্যাগ গুরুত্ব দিতে নারাজ বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেছেন,তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই একই ব্যক্তিকে বার বার যোগ দেওয়াচ্ছে, যারা নিজেদের উন্নয়ন চায় তাদেরই তৃণমূল যোগ দেওয়াচ্ছে।

লোকসভা ভোটের পর বাঁকুড়া জেলায় পরপর চারটি পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়।কয়েক মাসের মধ্যে অবশ্য পঞ্চায়েতগুলি পুনরুদ্ধার করে শাসক দল।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে দলবদল ঘিরে সরগরম বাঁকুড়া।