রায়পুর: ছত্তিশগঢ়ের এক বিজেপি নেতার সরকারি সাহায্যপ্রাপ্ত গোশালায় গত তিনদিনে ২৭ টি গরুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুর্গ জেলার ওই বিজেপি নেতা হরিশ ভার্মাকে পুলিশ গ্রেফতার করেছে।
গরু মৃত্যুর খবর পেয়ে ওই গোশালা পরিদর্শনে যায় রাজ্যের গো সেবা আয়োগের একটি দল। এরপর তাদের পক্ষ থেকে থানায় একটি এফআইআর দায়ের করা হয়। আয়োগের দলের অভিযোগ, উপযুক্ত সুবিধার অভাবেই ওই গোশালায় এতগুলি গরুর মৃত্যু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে দুর্গ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল দীপাংশু কাবরা জানিয়েছেন।
জামুল পুরসভার সহ সভাপতি ভার্মার দাবি, গত ১৫ আগস্ট প্রবল বৃষ্টিতে পাঁচিল ভেঙে পড়ায় গরুগুলি মারা গিয়েছে।
দ্রুগের অতিরিক্ত কালেক্টর বলেছেন, গত তিন দিনে রাজপুরের ওই গোশালায় ২৭ টি গরু মারা গিয়েছে। সরকারি –সাহায্যপ্রাপ্ত ওই গোশালায় প্রায় ৫০০ টি গরু রয়েছে। গরু মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই গোশালায় পশু চিকিত্সকদের একটি দল পাঠানো হয়। গরুগুলির মারা যাওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, ওই গোশালায় গত তিনদিনে ৩০০-র বেশি গরুর মৃত্যু হয়েছে। রাজ্য কংগ্রেসের মুখপাত্র আরপি সিংহ বলেছেন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, না খেতে পেয়ে ও উপযুক্ত চিকিত্সা না পেয়ে অতগুলি গরু মারা গিয়েছে।
ছত্তিশগঢ়ে গোশালায় তিনদিনে ২৭ টি গরুর মৃত্যু, গ্রেফতার বিজেপি নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 10:08 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -