পশ্চিম বর্ধমান: বসিরহাটকাণ্ডে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। একই অভিযোগে বিতর্কে জড়িয়েছেন হরিয়ানা ও দিল্লির দুই বিজেপি নেত্রী। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় ফের ভুয়ো পোস্টের অভিযোগ। এবার গ্রেফতার আসানসোলের এক বিজেপি নেতা।
মঙ্গলবার আসানসোল থেকে তরুণ সেনগুপ্ত নামে বিজেপির আইটি সেলের ওই নেতাকে গ্রেফতার করে বীরভূম জেলা সিআইডি। অভিযোগ, বীরভূমে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জ নিয়ে ফেসবুকে ভুয়ো ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি।
পোস্টে লেখা, বীরভূমের পুলিশ সুপার নিশাদ পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার ফারহাদ আব্বাসের নেতৃত্বে বিজেপি কর্মীদের লাঠিপেটা করছে পুলিশ।
এই ভুয়ো পোস্ট করার অভিযোগে, গত ২৪ এপ্রিল সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন সাইবার সেলের ওসি অসীম চক্রবর্তী। প্রাথমিক তদন্তের পর সিআইডি দাবি করে, যে ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে, তা বিকৃত। সাম্প্রদায়িক উস্কানি দিতে ও পুলিশকে হেয় করতেই এই পোস্ট করা হয়েছে।
তদন্তকারীদের আরও দাবি, ছবিতে যে সময়ের কথা বলা হচ্ছে, তখন বীরভূমের পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার। এখনও তিনিই এসপি, নিশাদ পারভেজ নন। অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে জো বি থমাস। ভুয়ো পোস্টের অভিযোগে ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সিআইডি।
পাল্টা মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে পাল্টা সোশ্যাল সাইটে রাজনৈতিক লড়াইয়ে নামছে বীরভূম জেলা তৃণমূল। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, বিজেপির কাজ হচ্ছে নোংরামো করা, আমরা পাল্টা সাইবার সেল তৈরি করেছি, আজ থেকেই চালু হল, উন্নয়ন ও সম্প্রীতির বার্তা দিয়ে প্রচার করা হবে।
এদিনই পূর্ব মেদিনীপুরের সভা থেকে মিথ্যে প্রচার নিয়ে ফের পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, ব্যক্তিগত স্বার্থে হাল্কা ভাবে কেস নয়, অপরাধীরা যেন সহজে জামিন না পায়।
বসিরহাটে অশান্তির পর সোশাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো পোস্টের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এবার পুলিশের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা।
ফেসবুকে ভুয়ো ছবি পোস্ট করে অশান্তি ছড়ানোর চেষ্টা, বিজেপির আইটি সেলের সম্পাদককে গ্রেফতার করল সিআইডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2017 10:35 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -