হাওড়া: ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগ তুলে, তৃণমূলের বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিজেপি। জেলায় জেলায় হয়েছে বিক্ষোভ। এবার সেই ক্ষতিপূরণ নিয়ে দলের অন্দরেই ‘বিদ্ধ’ বিজেপি! দলীয় নেতার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তুললেন অপর এক নেতা! সাহায্য চেয়ে মন্ত্রীর দ্বারস্থ বিজেপি যুব মোর্চা নেতা।


হাওড়ার বালি বাজার এলাকার গোস্বামী পাড়ার বাসিন্দা সৌরভ পাল। তিনি বিজেপির যুব মোর্চার বালি মণ্ডলের সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, ঘূর্ণিঝড়ে তাঁর বাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের জন্য বালির ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি রাধারঞ্জন গোস্বামীর কাছে  গেলে, তিনি ১০ লক্ষ টাকা তোলা চান। মণ্ডল সভাপতির বিরুদ্ধে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া, মারধরের হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন যুব মোর্চা নেতা।

মণ্ডল সভাপতির বিরুদ্ধে থানাতেও লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি যুব মোর্চার নেতা। শুধু তাই নয়, সুরাহা পেতে তৃণমূলের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিন মন্ত্রী অরূপ রায়ের কাছে গিয়ে দলের নেতার বিরুদ্ধেই উগরে দেন ক্ষোভ।

যদিও ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহার দাবি, ‘এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত আছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে, যুব নেতা সরকারি সাহায্যের জন্য না গিয়ে, কেন বিজেপির কার্যকর্তার কাছে যাবেন? সৌরভের বিরুদ্ধে দলের থেকেও ব্যবস্থা নেওয়া হবে।’

সবমিলিয়ে এই ঘটনাকে ঘিরে অস্বস্তি গেরুয়া শিবিরে।