বাঁকুড়া: এনআরসি-সিএএ-র সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্য। পুলিশের গাড়িতে আগুন লাগানো, তৃণমূলকে মেরে চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। এনআরসি-সিএএ-র সমর্থনে প্রচার চালাতে গতকাল বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে যান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। সৌমিত্র খাঁ-র মন্তব্য, শাসকদল পঞ্চায়েত নির্বাচনের মতো ভোট করাতে চাইলে, মেরে চামড়া গুটিয়ে দেবে বিজেপি। পুলিশ শাসকদলকে সমর্থন করলে, সাধারণ মানুষ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেবে বলে হুমকিও দেন বিজেপি সাংসদ। অন্যদিকে, বিজেপি সাংসদের মন্তব্যের সমালোচনা করে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার পুরপ্রধানের প্রতিক্রিয়া, পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমিত্র খাঁ-ই। তিনিই বলতে পারবেন কী হয়েছিল।