কলকাতা: করোনার প্রকোপ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। পশ্চিমবঙ্গেও বন্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট। মিলছে শুধু জরুরি পরিষেবা। করোনা মোকাবিলায় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে রেশন বিলি থেকে শুরু করে করোনা চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ বন্দোবস্ত, একাধিক পদক্ষেপ করেছেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ত্রাণ তহবিলও গড়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে অনেকেই অনুদান দিচ্ছেন। বুধবার সেই তহবিলে ১ কোটি টাকা দিল তৃণমূল যুব কংগ্রেস। করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকেও অর্থ বরাদ্দ করেছেন একাধিক সাংসদ। উল্লেখযোগ্য হচ্ছে, বুধবার সেই তহবিলে অনুদান দিলেন বিরোধী শিবিরের কয়েকজন নেতা-নেত্রীও। ১ কোটি টাকা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা দিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারও। ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়েছেন বিজেপির সাংসদ এস এস অহলুওয়ালিয়া। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসছেন অনেকেই। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন বুধবারই ঘোষণা করেছেন যে, লকডাউনের সময় দুঃস্থদের অন্ন সংস্থানের জন্য একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ৫০ লক্ষ টাকার চাল দেবেন। এছাড়া রাজ্যের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও দিয়েছেন ৫ লক্ষ টাকা অনুদান।