দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ট্যুইট, নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতির যে সব রিপোর্ট আসছে তাতে উদ্বিগ্ন। রিপোর্টে ইঙ্গিত, রাজনৈতিক পুলিশের সমর্থনে শাসক দলের হার্মাদরা হামলা করেছে বিজেপি সভাপতির কনভয়ে। রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে সকালে আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কার কথা জানানো সত্ত্বেও এটা ঘটল।









বিজেপির বিরুদ্ধে পাল্টা প্ররোচনা দিয়ে অশান্তি পাকানোর অভিযোগ করেছে তৃণমূল। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, পরিকল্পনামাফিক প্ররোচনা বিজেপির। বিজেপির কেউ গাড়ি ভাঙলে অবাক হব না। আমাদের কেউ ভেঙে থাকলে আইনমাফিক ব্যবস্থা নেব। রিপোর্ট কার্ড পেশের অনুষ্ঠান বানচাল করার জন্য গন্ডগোল পাকানো হয়েছে।


রাজ্য বিজেপি সভাপতি বলেন, দেশের সবচেয়ে বড় পার্টির সভাপতিকে আসতে দেওয়া হচ্ছে না। এতবড় ঢিল মারা হয়েছে। বিহার, উত্তরপ্রদেশের জঙ্গলরাজ শেষ করেছি। বাংলার জঙ্গলরাজ আপনারা শেষ করবেন। কৈলাস, মুকুল, অনুপম, রাহুল, সৌরভ সবার চোট লেগেছে। এভাবে আমাদের ভাঙতে পারবে না। কিন্তু আমরা ২১ সালে এই সরকার আমরা ভেঙে ফেলব।









অন্যদিকে, এদিনের ঘটনায় রাজ্য পুলিশের তরফে ট্যুইট করে বলা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সুরক্ষিতভাবেই ডায়মন্ড হারবারে পৌঁছেছেন । তাঁর কনভয়ে কিছুই হয়নি। ফলতার দেবীপুরে কিছু দুষ্কৃতী হঠাৎ পাথর ছোড়ে কনভয়ের একেবারে শেষের দিকের গাড়িতে। প্রত্যেকেই সুরক্ষিত আছেন, পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ। ঠিক কী ঘটেছে তদন্ত করে দেখা হচ্ছে।


এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে সভা ছিল নাড্ডার। সেখানে পৌঁছনোর আগে হামলার মুখে পড়ে কনভয়ের একাধিক গাড়ি। আমতলা থেকে শিরাকোল পর্যন্ত রাস্তায় দফায় দফায় বাধার মুখে পড়ে কনভয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথর ছোড়া হয় কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে।


ইটের ঘায়ে এবিপি আনন্দর প্রতিনিধির গাড়ির কাচও ভাঙে। বিজেপি নেতা রাকেশ সিংয়ের অনুগামীদের মোটরবাইক বাহিনী অবরোধের মধ্যে পড়ে। অভিযোগ, রাকেশ সিংয়ের দলবলের ওপর হামলা হয়। শেষমেষ সভাস্থলে পৌঁছে কাটমানি থেকে দুর্নীতি, চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান নাড্ডা।


তিনি বলেন, যখন জঙ্গলরাজ বলছি, এমনি এমনিই বলছি না। দেখুল কৈলাস, মুকুল, রাহুল সিনহা, এদের গাড়িগুলো দেখুন। আমি সুরক্ষিত কারণ আমার গাড়ি বুলেটপ্রুফ। একটাও এমন গাড়ি ছিল না যার ওপরে হামলা হয়নি। প্রশাসন বলে এখানে কিছু নেই। ভেঙে পড়েছে। পুলিশকে কোথাও দেখা যাচ্ছে না। সেন্ট্রাল ফোর্স না হলে বাংলায় কোথাও যাওয়াই যায় না। এখানে পদ্ম ফোটাবই। বিরোধীদের পিষে দেওয়ার মানসিকতাকে পিষে দিতে চাই।