বনগাঁ: একুশের নির্বাচনকে মাথায় রেখে, প্রার্থী তালিকা প্রকাশের আগেই বনগাঁয় দেওয়াল লেখা শুরু বিজেপির। ভোটের আগে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা, দাবি বিজেপির। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
লক্ষ্য আসন্ন বিধানসভা ভোট। এ রাজ্যকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চাঁদপাড়া এলাকায় প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখেই দেওয়াল লেখার কাজ শুরু করেছেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতেই এই উদ্যোগ।
বনগাঁর চাঁদপাড়া পূর্বর বিজেপি মণ্ডল সভাপতি প্রশান্ত রায় বলেছেন, ‘তৃণমূল স্তরে সংগঠনকে জোরদার করতে নির্দেশ। আগেই দেওয়াল লেখার কাজ শুরু করেছি আমরা।’
বিজেপির এই প্রচার কৌশলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বনগাঁ দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ বিশ্বাস বলছেন, ‘এসবের কোনও গুরুত্বই নেই। শুধু প্রচারের আলো কাড়ার চেষ্টা করছে। লাভ হবে না।’ ২০১৬-র বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে জয়ী হয় তৃণমূল। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিধানসভাওয়াড়ি ফলাফলে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে, পিছিয়ে শাসক দল। এই প্রেক্ষিতে আগেভাগেই মাঠে নেমে পড়ল বিজেপি।
Bongaon: প্রার্থী তালিকা প্রকাশের আগেই বনগাঁয় দেওয়াল লেখা শুরু বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Nov 2020 12:23 AM (IST)
বনগাঁর চাঁদপাড়া পূর্বর বিজেপি মণ্ডল সভাপতি প্রশান্ত রায় বলেছেন, ‘তৃণমূল স্তরে সংগঠনকে জোরদার করতে নির্দেশ। আগেই দেওয়াল লেখার কাজ শুরু করেছি আমরা।’
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -