খড়গপুর (পশ্চিম মেদিনীপুর): খড়গপুরের ডন শ্রীনু নায়ডু খুনে রাজনৈতিক তরজার পারদ ক্রমশ চড়ছে। এই ঘটনায় এবার সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলল নিহত শ্রীনুর পরিবার। পাল্টা হুঁশিয়ারির সুর দিলীপ ঘোষের গলাতেও।


শ্রীনুর স্ত্রী পূজা নায়ডু ও মা রামনাম্মা, দুজনেই তাঁর হত্যাকাণ্ডে বিজেপি ও তাদের রাজ্য সভাপতিকে কাঠগড়ায় তোলেন। পূজা বলেন, দিলীপ ঘোষ বলেছিল, শ্রীনুকে দেখে নেব!শ্রীনু নায়ডুর মা-র অভিযোগ, বিজেপির লোকেরা মেরেছে। এখনও হুমকি দিচ্ছে, আমার জামাইকেও মারার হুমকি দিয়েছে আজ সকালে। তবে পাল্টা খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষও বলেছেন,  ৪ দিন পরে হঠাৎ করে করে অভিযোগ করা হচ্ছে। সিবিআই তদন্ত হোক, সবাইকে কটকের জেলের ভাত খেতে হবে!



তৃণমূল এর আগেই সরাসরি দিলীপ ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলেছিল। খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার তাঁকে দায়ী করেছিলেন। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন দিলীপ ঘোষও।



শ্রীনু হত্যার নেপথ্যে রাজনৈতিক যোগের জল্পনা আরও জোরালো হয় শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পুলিশের সুপার ভারতী ঘোষের সাংবাদিক বৈঠকের পর।যারা অ্যারেস্ট হয়েছে, তাদের কারও পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা প্রশ্ন কর হলে তিনি বলেন, এটা এই মুহূর্তে তদন্তের স্বার্থে বলছি না। আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ঘটনার পিছনে বড় বড় মাথা আছে। আমরা যেমন যেমন ধরব, আপনারা জানতে পারবেন।



পুলিশ দাবি করছে, শ্রীনু হত্যায় শনিবার ফ্রান্সিস গ্রেফতার হওয়ার পর এক মাথার হদিশ মিলেছে? সেই মাথা কে? কান টানার পর কি এবার মাথার হদিশও মিলবে? ডন শ্রীনুর রাজনৈতিক রংবদলের কথা কারোর অজানা নয়! এবার কি তাঁর মৃত্যু ঘিরেও সেই রাজনৈতিক ঝড়ই উঠবে?