নদিয়া ও উত্তর ২৪ পরগনা: ভারতীয় জনতা যুব মোর্চার বাইক র্যালি ঘিরে পলাশিতে খণ্ডযুদ্ধ। এদিনও বিজেপির মিছিলে নম্বর প্লেটহীন বাইক দেখা গিয়েছে। যদিও, বিজেপির দাবি, বাইরে থেকে কোনও বাইক মিছিলে ঢুকে পড়তে পারে।
মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চার বাইক র্যালি কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত পৌঁছনোর কথা ছিল। সকাল ১০টা ৪০ নাগাদ বাইক র্যালি শুরু হয়। কিন্তু, তাল কাটে পলাশিতে। এখানে বিজেপির যুব সংগঠনের মিছিলকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা।
এনিয়ে দু’তরফের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেধে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলকর্মীরা লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হন। মারধর করে তাঁদের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজেপি নেতা বিশ্বনাথ ঘোষের অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে হামলা করেছে। কালো পতাকা দেখায়। লাঠি, বাঁশ নিয়ে হামলা করে। আমাদের ২-৩ জন আহত।
তৃণমূলের পাল্টা দাবি, ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরাই বাইক মিছিল থেকে তাঁদের লক্ষ্য করে ইট ছোড়েন। দলীয় নেতা জীবন মুখোপাধ্যায় বলেন, ওরা অশান্তি তৈরি করার জন্য যাচ্ছে। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণষ আমাদের ইট মারে। তাতেই গন্ডগোল।
পুলিশ দু’পক্ষকে সরানোর চেষ্টা করলে বিজেপি কর্মীরা পুলিশকর্মীদের দিকেই তেড়ে যান বলে অভিযোগ। শেষমেশ উচ্চপদস্থ পুলিশকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ফের বাইক র্যালি শুরু করেন বিজেপির যুব নেতারা।
তবে বাইক র্যালি নিয়ে বিতর্ক এখানেই থামেনি। এদিনও বিজেপির যুব সংগঠনের মিছিলে দেখা গিয়েছে একাধিক নম্বর প্লেটহীন বাইক। সোমবার কলকাতার মিছিলে নম্বর প্লেটহীন বাইক দেখা যাওয়ার পর বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, এমনটা আর ঘটবে না।
কিন্তু, ২৪ ঘণ্টা কাটার আগেই ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। বিজেপির গলায় এনিয়ে কার্যত দায় এড়ানোর সুর শোনা গিয়েছে। যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার দাবি করেন, বহিরাগতরা গাড়ি ঢুকিয়েছে। তিনি বলেন, আমরা বলে দিয়েছি, নম্বর প্লেট ছাড়া গাড়ি যেন না আসে। বাইরের গাড়িও ঢুকে পড়ে। সেরকম কিছু হতে পারে। আদালত নিযুক্ত স্পেশাল অফিসার রবিশঙ্কর দত্তও এনিয়ে কিছু বলতে চাননি। তিনি বলেন, নম্বর প্লেট ছাড়া গাড়ি আমার দেখার বিষয় নয়। তা-ও জানিয়েছি। এটা পুলিশের বিষয়।
বিজেপির বাইক মিছিলের পাল্টা এদিন উত্তর ২৪ পরগনায় বাইক মিছিল করে তৃণমূল। আমডাঙা থেকে বারাসাত পর্যন্ত এই বাইক মিছিলের নেতৃত্বে ছিলেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকর রহমান। বিজেপির মতো এদিন তৃণমূলের মিছিলেও কয়েকটি নম্বর প্লেটহীন বাইক দেখা গিয়েছে। নম্বরহীন বাইক প্লেট ঘিরেও যেন সেই শাসক-বিরোধী একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা।
বাইক র্যালি ঘিরে রণক্ষেত্র পলাশি, পরস্পরের দিকে অভিযোগের আঙুল তৃণমূল, বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2018 08:11 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -