কলকাতা: নির্বাচনী সংস্কার জরুরি। এই দাবি নানা দল নানা সময়ে তুলেছে। তৃণমূলও বার বার এই দাবিতে সরব হয়েছে। মঙ্গলবার বিধানসভাতে ফের একবার নির্বাচনী সংস্কারের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তাঁর দাবি, ভোটের ব্যয়ভার নির্বাচন কমিশন বহন করলে, নির্বাচনে কালো টাকার ব্যবহার রোখা যাবে।

তৃণমূল চায়, পঞ্চেয়ত ও পুরভোটের খরচ বহন করুক রাজ্য নির্বাচন কমিশন। আর বিধানসভা ও লোকসভা নির্বাচনের খরচের দায়িত্ব নিক জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এ ভাবে সংস্কারের পথে হাঁটলে, ভোটে কালো টাকার ব্যবহার রোখা যাবে।

এ নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। কংগ্রসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান একে তৃনমূল কংগ্রেসের দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, যখন শাসক থাকেন তখন এক বলেন, আর যখন বিরোধী থাকেন তখন কমিশন নিয়ে আরেক কথা বলেন।

ভোট পর্বের তিক্ততা ভুলে বিধানসভার মর্যাদা রক্ষায় যাতে সব দলের বিধায়করা এগিয়ে আসেন, এ দিন সেই আর্জি জানান মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, এমন কোনও মন্তব্য করা উচিত হবে না, যাতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তিক্ততা তৈরি হয়। একইসঙ্গে উন্নয়নের প্রশ্নে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধীদের কাছে আবেদনও জানান মুখ্যমন্ত্রী।