হাওড়া: দুর্যোগের মধ্যেই আতঙ্ক! লাইনে জল জমে যাওয়ায়, ট্রেনের গণ্ডগোল। সমস্যায় অসংখ্য যাত্রী। তারমধ্যেই মঙ্গলবার বিকেলে বোমাতঙ্ক ছড়াল হাওড়া স্টেশনে!
সূত্রের খবর, বিকেল চারটে নাগাদ এক রেলকর্মী দেখেন, নিউ কমপ্লেক্সের ২০ নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে একটি টিফিন বক্স পড়ে রয়েছে। সেটা থেকে তার বেরিয়ে ছিল। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে! খবর পেয়ে প্রশিক্ষিত কুকুর ব্রুনোকে নিয়ে ঘটনাস্থলে যায় আরপিএফ। তাদের দাবি, প্রায় আধ ঘণ্টা পর ব্রুনো সঙ্কেত দেয় কৌটোর মধ্যে রাখা আছে আইইডি!
এরপরই বিস্ফোরক-প্রতিরোধক ব্ল্যাঙ্কেট দিয়ে টিফিন কৌটোটি ঢাকা দিয়ে দেওয়া হয়। ঘিরে ফেলা হয় এলাকা। এর কিছুক্ষণ পর পৌঁছয় সিআইডির বম্ব ডিজপোজাল স্কোয়াড। অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। কিছুক্ষণ পর কৌটোটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গার ধারে।
প্রশ্ন উঠছে, হাওড়া স্টেশনে কীভাবে এল এই আইইডি? পূর্ব রেলের  মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্রর দাবি, রেলের যাত্রী-সুরক্ষা ঠিকমতো রয়েছে কিনা, তা যাচাই করতে মহড়া চালিয়েছে সিআইডি। যদিও ঘটনাকে ঘিরে কয়েক ঘণ্টা আতঙ্কে কাটান স্টেশনে যাত্রীরা। শেষমেশ অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই।