হাওড়া: সিপিএম কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার, বোমাবাজি। ভোটের ফল প্রকাশের আগে উত্তেজনা হাওড়ায়।
স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাওড়ার নেতাজি সুভাষ রোডের একটি ক্লাবে এই পোস্টারগুলি লাগিয়ে দেওয়া হয়। ক্লাব লক্ষ্য করে বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ব্যাটরা থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায়।
জীবন বিশ্বাস, বাচ্চু মুদি ও শ্যামল হাজরা এলাকায় সক্রিয় সিপিএম কর্মী বলে পরিচিত। বাচ্চু মুদির অভিযোগ, ভোটের ফল প্রকাশের আগে এলাকায় উত্তেজনা ছড়াতেই একাজ করেছে তৃণমূল। তিনি বলেন, ভোটের সময়ে তৃণমূলের সঙ্গে আমাদের ঝামেলা হয়েছিল। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়। তাই আমাদের নামে পোস্টার পডেছে। সন্ত্রাস চড়াতেই এ কাজ করেছে তৃণমূল।
যদিও সিপিএম কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার মারার অভিযোগ অস্বীকার করেছেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি অরূপ রায়।
তিনি বলেন,  আমাদের ছেলেরা এধরণের কোনও পোস্টার লাগায়নি। অভিযোগ মিথ্যা দাবি করে তিনি আরও বলেন, আমরা চাইলে ওই এলাকায় সিপিএমকর্মীদের রাজনীতি করতে দিতাম না।
ঘটনায় ব্যাটরা থানায় তৃণমূলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।