দুর্গাপুরের বেনাচিতিতে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ
ABP Ananda, Web Desk | 16 Sep 2017 11:42 AM (IST)
দুর্গাপুর: ফের বধূর রহস্যমৃত্যু। দুর্গাপুরের বেনাচিতিতে বিয়ের বছর ঘোরার আগেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল এক তরুণীর ঝুলন্ত দেহ। গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামী ও শাশুড়িকে। মৃতের নাম বৈশাখী ঠাকুর। ৯ মাস আগে ইমারতি দ্রব্যের ব্যবসায়ী রাজেশ ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে বৈশাখীর উপর শারীরিক নির্যাতন করা হত। গতকাল ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করে শ্বশুরবাড়ির লোক। অন্যদিকে খুনের অভিযোগে গতকাল মৃতের স্বামীর দোকান, বাইক, গাড়ি ভাঙচুর করেন বাপের বাড়ির লোকজনেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ।