রানাঘাট: আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪৫ লক্ষ টাকা লুঠের ঘটনায় পুলিশের জালে নদিয়ার এক বিএসএফ জওয়ান! মঙ্গলবার দুপুরে তন্ময় ঘোষ নামে এক যুবক পেট্রোল পাম্প থেকে টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। রানাঘাট মিশন রোড এলাকায় আচমকাই তাঁর বাইকের সামনে এসে দাঁড়ায় তিন বাইক আরোহী। চালকের মুখে রুমাল বাঁধা ছিল। বাকি দু’জনের মাথায় ছিল হেলমেট। তন্ময় কিছু বুঝে ওঠার আগেই তাঁর মাথায় রিভলবারের বাঁট দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। তিনি যখন রাস্তায় পড়ে কাতরাচ্ছেন, তখন তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় বুধবার পুলিশ যে তিন জনকে গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে অন্যতম বিএসএফ জওয়ান বিবেকেশ্বর মণ্ডল। তাঁর বাড়ি তাহেরপুরে বাদকুল্লায়। অপর দুই ধৃত সুজিত পত্তনদার গাংনাপুর এবং অনুপ হেলা কুপার্সের বাসিন্দা। লুঠে ব্যবহৃত বাইকের পাশাপাশি, ধৃতদের কাছ থেকে ২টি সেভেন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে, লুঠের ৪৪ লক্ষ টাকা। পুজোর আগে রানাঘাটের বেগোপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে একই কায়দায় টাকা লুঠ হয়। ওই ঘটনাতেও ধৃতরা জড়িত বলে অনুমান তদন্তকারীদের।