অমিতাভ রথ, ঝাড়গ্রাম: হাতি দেখতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল কলকাতা থেকে ঘুরতে আসা এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লোধাশুলির কেঁউদীশোল এর জঙ্গলে। সোমবার কলকাতা থেকে আগত ৩ পর্যটক হাতি দেখার জন্য গভীর জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে দলমার দাঁতালের মুখোমুখি পড়ে যায় ৩ যুবক। ২ জন পালাতে সক্ষম হলেও দানিশ আগরওয়াল নামে এক যুবক হাতির সামনে পড়ে যায়। ঘটনাস্থলেই হাতি থেঁতলে দেয় যুবককে। তার বয়স প্রায় ৪০ বছর । তিনি কলকাতার রিবন স্ট্রিটের বাসিন্দা বলে জানা যায়। তিন বন্ধু মিলে ঝাড়গ্রামে বেড়াতে এসেছিলেন। সোমবার বিকেলে তিন বন্ধু মিলে ওই এলাকায় হাতি দেখতে গিয়েছিল।
জানা গিয়েছে, কেঁউদীসোল জঙ্গলে ১০ টি দাঁতাল হাতি রয়েছে। তিন বন্ধু জঙ্গলের ভিতরে ঢুকে হাতি দেখতে গিয়েছিল। সেই সময় হাতির দল তাদের তাড়া করে। যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহকে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় । হাতির হামলার ঘটনা নতুন নয় । প্রতিদিন ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা ঘটছে, সেইসঙ্গে প্রাণহানির ঘটনা ঘটছে । তা সত্ত্বেও বনদফতরে সম্পূর্ণ উদাসীন বলে স্থানীয় বাসিন্দারা জানান। হাতির হামলায় এক পর্যটক এর মৃত্যুর ঘটনা রীতিমতো ঝাড়্গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী।
এর আগও হাতির হামলার খবর এসেছিল। মাঝরাতে খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে হয়েছিল কিছুদিন আগেই। মেদিনীপুর সদর ব্লকের গুড়িগুড়িপালে রাতভর তাণ্ডব চালিয়ে ৬টি বাড়ি ভেঙেছিল হাতির দল। পায়ে মাড়িয়ে নষ্ট করেছিল ধানের বীজতলা। খাবারের খোঁজে লোকালয়ে এসে রাতভর দস্যুগিরি চালিয়েছিল সেই হাতির পাল। ভোরের আলো ফুটতে ধানের বীজতলা মাড়িয়ে নষ্ট করে গ্রাম দাপিয়ে সকলের মনে আতঙ্ক ধরিয়ে দিয়ে জঙ্গলে ফিরেছিল হাতির পাল। হাতির পাল তাণ্ডব চালিয়েছিল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকায়ও।