মালদায় ২০০ টাকার জন্য ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ , অধরা অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 19 Mar 2017 11:26 AM (IST)
মালদা: মাত্র ২০০ টাকার জন্য এক ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি মাথায় বন্দুকের বাট দিয়ে মারারও অভিযোগ রয়েছে। অধরা অভিযুক্ত। মালদার কালিয়াচক থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় ব্যবসায়ী রবিউল শেখের মুদিখানা দোকান থেকে ধারে ২০০ টাকার জিনিস কেনে রাজু শেখ। সেই টাকা গতকাল চাইতে যাওয়ায়, রবিউলের উপর অতর্কিতে হামলা চালায় রাজু। গুরুতর জখম অবস্থায় রবিউলকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের হলেও, অধরা রাজু।