সোনারপুর:  ক্লাবে সালিশি সভা বসিয়ে চাপ। সুইসাইড নোট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা। অভিযুক্ত রাজপুর-সোনারপুরের শাসক-কাউন্সিলর। পাল্টা অভিযোগ দলীয় অন্তর্দ্বন্দ্বের দিকে।

সোনারপুরের বাসিন্দা ব্যবসায়ী বিশ্বজিৎ রায়ের সঙ্গে কয়েকমাস ধরে ৬১ হাজার টাকা নিয়ে তাঁর অংশীদার প্রশান্ত পাঁজার বিবাদ চলছিল। পরিবারের দাবি, বিশ্বজিতের কাছ থেকে টাকা আদায় করতে রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্ত রায়ের দ্বারস্থ হন ওই অংশীদার। অভিযোগ, ১৭ জুলাই সালিশি সভা বসিয়ে বিশ্বজিতকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে শোধ করার প্রস্তাব দেন তৃণমূল কাউন্সিলর।

পরিবারের দাবি, এর জেরেই মঙ্গলবার আত্মঘাতী হন বলে সুইসাইড নোটে জানিয়েছেন ব্যবসায়ী বিশ্বজিৎ রায়। তৃণমূল কাউন্সিলর-সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।