উত্তর ২৪ পরগনা: চালকের গলায় বেল্টের ফাঁস দিয়ে গাড়ি চুরির অভিযোগ। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সহ জগদ্দলে গ্রেফতার তিন। নেপথ্যে বড় চক্র? খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের ৭ দিনের জেল হেফাজত।
যাকে বলে, কেঁচো খুঁড়তে কেউটে। গুলি চালানোর তদন্ত করতে গিয়ে গাড়ি চুরি চক্রের হদিশ। উত্তর ২৪ পরগনার জগদ্দলে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সহ তিন।
সপ্তাহ খানেক আগে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় গুলি চালানোর অভিযোগ ওঠে সূরয তিওয়ারি, প্রবীণ দুবে নামে দুই যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করে সূরয ও প্রবীণকে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃতরা জানায়, তারা একটি গাড়িও চুরি করেছে। যে ঘটনায় তাদের সঙ্গে ছিল অভিজিৎ কর্মকার নামে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। মঙ্গলবার গভীর রাতেই জগদ্দলের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিজিত্‍‍কে। উদ্ধার হয় গাড়ি, নগদ টাকা।
কীভাবে চুরি হয়েছিল গাড়িটি? পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে,  ১৮ মে শিয়ালদা থেকে ৫০০ টাকা দিয়ে গাড়িটি ভাড়া করে তারা। আঁটপুরের কাছে একটি গলির মধ্যে গাড়িটি নিয়ে যায়। সুযোগ বুঝে গলায় বেল্টের ফাঁস লাগিয়ে চালককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালায় তিনজন।
ধৃত ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া অভিজিৎ কর্মকারের বাবা নৌবাহিনির আধিকারিক। বাড়ি জগদ্দলের গোলঘর-সুন্দিয়াপাড়ায়। এদিন সেই বাড়িতে ছিল তালা। এদিন ধৃতদের তোলা হয় আদালতে। ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার  পিছনে বড় কোনও গাড়িচুরি চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।