সোনারপুরে পুরানো বাড়ির কেয়ারটেকারকে খুন, সন্দেহে প্রোমোটার-চক্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 05:19 AM (IST)
NEXT
PREV
সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পুরনো বাড়ির কেয়ারটেকারকে খুন। খুনের পিছনে প্রোমোটার-চক্রের হাত থাকতে পারে বলে অনুমান। গতকাল রাতে সোনারপুরের কালীতলায় ওই বাড়ির কেয়ারটেকারের ঘর থেকে উদ্ধার হয় রাঘবপুরের বাসিন্দা ইব্রাহিম মণ্ডলের রক্তাক্ত দেহ। পুরসভা বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করে। পরিবারের দাবি, কিছুদিন ধরেই ওই কেয়ারটেকারকে কাজে আসতে নিষেধ করছিল এলাকার কয়েকজন দুষ্কৃতী। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়ির আশপাশে অসামাজিক কাজকর্ম হত। তার প্রতিবাদ করার কারণেও ওই নিরাপত্তারক্ষীকে খুন করা হতে পারে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। গতকাল দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখায়। এন এস বোস রোড অবরোধ করে তারা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় র্যাফ। ঘটনাস্থলে যান বারুইপুরের এসডিপিও। দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -