প্রকাশ সিনহা,কলকাতা: কয়লা কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরের দিনই গরুপাচার তদন্তে বিনয় মিশ্রর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এরপর ইন্টারপোলের সঙ্গে কথা বলে বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করবেন তাঁরা।
কয়লা,গরু, কোকেন, চিটফান্ড৷ এইসব ইস্যুতেই সরগরম বাংলার ভোট রাজনীতি। কয়লাকাণ্ডে মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার ২৪ ঘণ্টার মধ্যে গরু পাচার কাণ্ডের তদন্তে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআই সূত্রে দাবি, চার্জশিটে বলা হয়েছে বিনয় মিশ্রর মাধ্যমে গরু পাচারের কোটি কোটি টাকা হাত বদল হয়েছে। গরু এবং কয়লা, দুই তদন্তেই রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। বারবার হাজিরা এড়ানোয় বিনয়কে পলাতক ঘোষণা করেছে আদালত। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়।
গরুপাচারকারীদের টাকা কীভাবে বিনয় মিশ্রের কাছে পৌঁছত? যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সেই টাকা খাটিয়ে কীভাবে বিপুল সম্পত্তি তৈরি করেছেন? বিনয় মিশ্রর মাধ্যমে কীভাবে অন্যদের কাছে গরুপাচারের টাকা পৌঁছত, সাপ্লিমেন্টারি চার্জশিটে বিশদে তা উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ছাড়া আরও কারও নাম উল্লেখ করা হয়নি ৷ সিবিআই সূত্রে খবর, চার্জশিটের পর তারা রেডকর্নার নোটিস জারি করবে। এ বাবদ ইন্টারপোলের সঙ্গে কথা বলবে ৷
গত বছর নভেম্বরে কয়লাকাণ্ডে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হতেই কলকাতা ছাড়েন বিনয় ৷ সিবিআই সূত্রে দাবি, বিনয় বর্তমানে দুবাইয়ে আত্মগোপন করেছেন। অভিযোগ, তাঁর কাছে অন্য দেশের পাসপোর্ট আছে। যার সাহায্যে বিভিন্ন দেশে যাতায়াত করছেন। বিনয় মিশ্রকে একাধিকবার নোটিস পাঠিয়েছে সিবিআই। দু’বার উত্তর দিয়ে, হাজিরার জন্য সময় চাইলেও, পরবর্তীতে তাঁর কোনও খোঁজ নেই।