পঞ্চায়েত-হিংসা: প্রথমটি ‘অস্পষ্ট’, ফের রাজ্যের রিপোর্ট তলব অখুশি কেন্দ্রের
Web Desk, ABP Ananda | 16 May 2018 05:38 PM (IST)
নয়াদিল্লি: পঞ্চায়েত ভোট-সন্ত্রাস নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ‘অস্পষ্ট’ রিপোর্টে সন্তুষ্ট নয় কেন্দ্র। নতুন করে রাজ্যের বিস্তারিত রিপোর্ট তলব করল দিল্লি। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক ফোন করে ওই রিপোর্ট পাঠাতে বলেন। ওই আধিকারিক দাবি করেন, পঞ্চায়েত-হিংসা নিয়ে রাজ্য যে রিপোর্ট পাঠিয়েছে, তা অত্যন্ত অস্পষ্ট। প্রসঙ্গত, সোমবার ভোটগ্রহণের দিন রাজ্যব্যাপী হিংসার ছবি ধরা পড়ে। রাজ্যজুড়ে ভোট-সন্ত্রাসের বলি হন বহু মানুষ। সেই প্রেক্ষিতে সেদিনই রিপোর্ট তলব করেছিল কেন্দ্র। যার পরই, রাজ্য প্রথম রিপোর্টটি পাঠায়। সূত্রের খবর, এদিন নতুন রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে কেন্দ্র জানিয়েছে, কেন সন্ত্রাস হল, কোন পরিস্থিতিতে হিংসা ছড়াল তা বিস্তারিতভাবে জানাতে। একইসঙ্গে, হিংসা রোধে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং দোষীদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে ও হচ্ছে, তাও বিস্তারিত উল্লেখ করতে বলা হয়েছে রিপোর্টে।